চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ মিল বাজার থেকে প্রায় ৪৫ কেজি ভারতীয় বিভিন্ন প্রকার রুপার গহনাসহ কেরুজ চিনিকল কর্মচারি উজ্জল হোসেন (৩৪) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত উজ্জল দর্শনার কেরুজ মিল পাড়ার আলম হোসেনের ছেলে। শনিবার ভোরে রুপার গহনাসহ তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গায় ৬ বিজিবির টহল কমান্ডার নায়েক কবির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ বাজারে উজ্জলকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৫ কেজি ৫০০ গ্রাম (৩৯০০ভরি) রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ ৯৩ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক উজ্জল এবং জব্দকৃত রুপা ও ইমিটেশনের গহনা শনিবার দুপুরে দামুড়হুদা থানায় জমা দেয়া হয়েছে।