ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমেরিকা প্রবাসী ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি মাসুদ হাসান ত‚র্ণের দেওয়া নতুন হুইল চেয়ার পেয়ে খুবই খুশি হয়েছেন প্রতিবন্ধী রুকন উদ্দিন। বুধবার দুপুরে রুকন উদ্দিনের বাড়িতে গিয়ে প্রতিবন্ধী রুকন উদ্দিনের হাত হুইল চেয়ারটি তুলে দেন মাসুদ হাসান তূর্ণের পিতা মতিউর রহমান।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের প্রতিবন্ধী রুকন উদ্দিন দীর্ঘ দিন ধরে একটি হুইল চেয়ারের অভাবে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। আগের হুইল চেয়ারটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি ওই বেকায়দায় পরেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট হলে আমেরিকা প্রবাসী মাসুদ হাসান তূর্ণের দৃষ্টি গোচর হয়। পরে তিনি ওই হুইল চেয়ারটি প্রতিবন্ধীকে প্রদান করেন।
প্রতিবন্ধী রুকন উদ্দিন জানান, হুইল চেয়ারটি পেয়ে তার অনেক উপকার হয়েছে। তিনি এখন বাড়ি থেকে বের হতে পারবেনণ।