জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা, চিনাডুলী, কুলকান্দি, নোয়ারপাড়া, সাপধরী ইউনিয়ন, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পরেছে চরাঞ্চলের পনের হাজার মানুষ। পানির নিচে তলিয়ে গেছে অনেক ফসলি জমি। বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

Share this post

scroll to top