অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-২০ লিগ ‘বিগ ব্যাশ’ শুধু নামে নয় ঘটনাও ঘটায় বিগ বিগ। যেমন- ১ বলে ১৭ রান!
অবাস্তব মনে হলেও ঘটনা সত্য।
গত বৃহস্পতিবার একটি ম্যাচের ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই এসেছে ওই রান। ওই ওভার থেকে মোট এসেছে ২৩ রান। অবশ্য ৮ রান এসেছে ওয়াইড আর নো বল থেকে। পাঁচটি ওয়াইড, তিনটি নো বল। বোলারের নাম রাইলি মেরেডিথ। বিগ ব্যাশে তিনি হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলেন।
রাইলি বল হাতে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ইনিংস শুরু করেছিলেন। প্রথম বলটি করলে তা নো হয়ে যায় (এক রান)। পরেরটা ওয়াইড হয়ে বাউন্ডারি (পাঁচ রান)। পরেরটি আবার নো বল ও বাউন্ডারি (পাঁচ রান)। এর পরেরটিও নো বল এবং বাউন্ডারি (পাঁচ রান)। শেষতক তিনি একটি ইয়র্কার দেন, সেটিতে আসে এক রান।
শুরুটা ভয়াবহ হলেও শেষে রাইলির দলই জিতেছে। মেলবোর্ন রেনেগেডসকে ১৬৭ রানে আটকে দেন তারা। পরে ১৬ রানে ম্যাচ জেতে হোবার্ট হ্যারিকেনস। আর ম্যাচে তিন ওভার বল করে ৪৩ রান দেন রাইলি।