বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা-ভাংচুর

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, পাথর ও জুতা নিক্ষেপ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের হাজারও নেতাকর্মী। একইসঙ্গে খন্দকার মোশতাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, পাথর ও জুতা নিক্ষেপ করেন। পরে উত্তেজিত নেতাকর্মীরা খন্দকার মোশতাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন।

এ সময় বক্তব্য রাখেন- দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ।

Share this post

scroll to top