ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আর ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মৃত ৭ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও করোনা উপসর্গে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আইসিইউতে ১১জনসহ করোনা ইউনিটে মোট ১৫৮ জন রোগী ভর্তি রয়েছে।

করোনা পজেটিভ মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) এবং গৌরাঙ্গ (৭০)।

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের গৌরিপুর উপজেলার আকতার উদ্দিন (৮০), ভালুকা উপজেলার আসমা আক্তার (৪২), নেত্রকোনার কেন্দুয়ার পান্না আক্তার (৪০), জামালপুরের সরিষাবাড়ির আবুল হোসেন (৬৫) এবং ইসলামপুর উপজেলার মমতা বেগম (৫৫)।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম সোমবার রাতে জানান, গত ২৪ ঘন্টায় ৬৮৪ টি নমুনার মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১৮ জন ও আরটিপিসিআর টেস্টে ৮৫ জনসহ ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরের ৩৩জন, নান্দাইলের ১জন, ঈশ্বরগঞ্জের ৬জন, গৌরীপুরের ২জন, ফুলপুরের ৫জন, তারাকান্দায় ৫জন, হালুয়াঘাটের ৫জন, মুক্তাগাছার ৭জন, ফুলবাড়িয়ার ৪ জন, ত্রিশালের ১৩ জন, ভালুকার ১১জন ও গফরগাঁওয়ের ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২১০১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৮৭১৩জন। নিজ বাড়িসহ জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ২৩০৬ জন রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন ।

Share this post

scroll to top