লক্ষীপুর চরমেঘা আশ্রয়ণ কেন্দ্রে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

লক্ষীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের চর মেঘা জান্নাতুল মাওয়া আশ্রয়ণ কেন্দ্রে ২৯ আগষ্ঠ (রোববার) বিকেলে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। এসময় তিনি ভিত্তি প্রস্থর স্থাপন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মসজিদ নির্মাণ করার জন্য ২ লাখ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো: আরিফুর রহমান খান, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ।

Share this post

scroll to top