ময়মনসিংহ মহানগরের একটি ইউনিটে নতুন কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার (২৯ আগস্ট) সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ মহানগর শাখার নেতাদের যৌথ সভায় ময়মনসিংহ মহানগর শাখার অধীনে একটি থানা ও পৌর আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মো. আতাহার হোসেন তালুকদার রিপন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ফয়সাল এসব কমিটি অনুমোদন করেন।
ময়মনসিংহ মহানগরের অনুমোদিত কমিটি নিম্নরূপ:
মহানগর পূর্ব থানা: আহ্বায়ক- মো. সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব- মো. মোমাজ্জাদ হোসেন মোমা। যুগ্মআহ্বায়ক-১. আবু বক্কর ছিদ্দিক লিটন, ২. মো. নাজমুল ইসলাম, ৩. মো. জহিরুল ইসলাম শামীম, ৪. মো. তৌফিক আহমেদ শাহিন, ৫. মো. হিরা, ৬. মো. আল-আমিন, ৭. মো. আসাদুল হক আসাদ, ৮. মো. আমিন, ৯. মো. কামাল উদ্দিন কামালসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।