বনভোজনের একটি বাস থেকে প্রায় আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ভোরে চট্টগ্রামের বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় বনভোজনের একটি বাসে তল্লাশি চালিয়ে র্যাব এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। এ সময় সন্দেহভাজন ছয়জনকে আটক করে র্যাব। তাদের একজনের নাম আতিয়ার রহমান বলে জানা গেছে। অন্যদের নাম-পরিচয় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে র্যাব।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজার থেকে আসা একটি বনভোজনের বাসে ইয়াবা যশোরের ঝিকরগাছা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসটির সামনে আনন্দভ্রমণ লেখা ব্যানারও লাগানো রয়েছে। তথ্য পেয়ে র্যাব কর্ণফুলী ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে ওই বাসটি থামিয়ে আরোহীদের মালপত্র তল্লাশি করে দুই লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাশরুর রহমান জানান, পিকনিক বাসে থাকা সব যাত্রী ইয়াবা পরিবহনের বিষয়টির সাথে জড়িত নন। তাদের সঙ্গে থাকা কয়েকজন হয়তো এ ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তবে কারা কারা এ চক্রের সঙ্গে জড়িত তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বড় চালান।