লক্ষীপুরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তাদের সাথে মতবিনিময়

বেশী বেশী মাছ চাষ করি, বেকারতœ দূর করি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে (২৮ আগষ্ঠ-০৩ স্বেপ্টেম্বর) মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তাদের মতবিনিময় সভা শনিবার সকালে জেলা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, মান্দারী মৎস্য ব্রীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক হাসানুল হক, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন হোসেন বলেন মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলায় মাছের পোনা অবমুক্তি, জেলা পর্যায়ে সফল মৎস্য চার্ষীদের পুরুষ্কার প্রদান, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষ বিষয়ক পরামর্শ প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিতে লিখনির মাধ্যমে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা আরও জানান, ২০২০-২০২১ অর্থ বছরে লক্ষীপুর জেলায় মাছের চাহিদা ছিল ৩৭,৮৬৫ মে: টন, উৎপাদন হয়েছে ৬৭,১৭৯ মে:টন। এর মধ্যে একই অর্থ বছরে জেলায় ইলিশ উৎপাদন হয়েছে ২১,৩৮০ মে: টন, চিংড়ি মাছের উৎপাদন হয় ৫৬.৫০ মে: টন।

জেলায় নৌপথ রয়েছে ১১৮ কিলোমিটার মোট ৫৪ হাজার মৎস্য চাষী হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার জেলে নদীতে মাছ শিকার করে। বিগত ২০০৮ সাল থেকে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের ফলে দিন দিন জেলায় ইলিশের উৎপাদন বেড়েই চলেছে বলে দাবী করেন তিনি।

Share this post

scroll to top