ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মৃত ৮ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও করোনা উপসর্গে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আইসিইউতে ১৭জনসহ মোট ১৭৪ জন রোগী ভর্তি রয়েছে।
করোনা পজেটিভ মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আক্তারা (৪৮), ফুলপুর উপজেলার কাজিকান্দা এলাকার নুরুল ইসলাম (৭০), নান্দাইল উপজেলার ফাতেমা খাতুন (৫৫)।
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফিরোজা খাতুন (৬০), মুক্তাগাছা থানার আবদুল কাদের (৪৫), নান্দাইল থানার মোর্শেদ (৬২), গৌরীপুর উপজেলার নজরুল ইসলাম (৫৬), নেত্রকোনার পূর্বধলা থানার ফরিদা (৩৫)।
এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৩৬২ টি নমুনার মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১৩ জন ও আরটিপিসিআর টেস্টে ২৯ জনসহ ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরের ১০জন, নান্দাইলের ১জন, ঈশ্বরগঞ্জের ১জন, গৌরীপুরের ৩জন, ফুলপুরের ৩জন, হালুয়াঘাটের ১জন, মুক্তাগাছার ৪জন এবং ভালুকার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২০৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৭৯০৯জন। নিজ বাড়িসহ জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ২৮১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন ।