জুমার নামাজে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

সাতক্ষীরার তালায় মসজিদে নামাজরত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামের এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তিনি একই উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।

শুক্রবার (২৭ আগস্ট) তালা উপজেলার খেজুরবুনিয়া বাজারের জামে মসজিদ এই ঘটনা ঘটে।

মোমিনের ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, প্রতি জুমার ন্যায় শুক্রবার তালার খেজুরবুনিয়া বাজারের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন চাচা মোমিন গাজী (৫৮)। সেখানে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

মসজিদের মুসল্লি রমজান শেখ বলেন, মোমিন ভাই প্রতি জুমায় খেজুরাবুনিয়া মসজিদে নামাজ পড়তে আসতেন। এই জুমায় তিনি আমার পাশে নামাজ পড়ছিলেন। প্রথমে চার রাকাত সুন্নাত নামাজের মধ্য দুই রাকাত নামাজ আদায় করার পরে তিনি আর সিজদা থেকে উঠেননি।

তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মারা গিয়েছেন।

Share this post

scroll to top