জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬আগস্ট) বিকেলে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ময়মনসিংহ কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রফেসর মঞ্জুরুল আলম, সহ-সভাপতি ( এইচ আর) প্রকৌশলী এ বি এম ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল জব্বার, সহ-সভাপতি (প্রশাসন) প্রকৌশলী শিবেন্দ্র নরায়ণ ঘোক, প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
করোনাকালীন সময়ে এ ধরনের খাদ্য সামগ্রী সহায়তার উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়েছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ময়মনসিংহ কেন্দ্রের নেতৃবৃন্দ।