মডার্না টিকায় দূষিত উপাদান: ১৬ লাখ টিকা স্থগিত করলো জাপান

দূষিত হওয়ার আশঙ্কা থেকে মডার্নার করোনা ভ্যাকসিনের ১৬ লাখের বেশি ডোজ প্রয়োগ স্থগিত রেখেছে জাপান।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৫ অক্টোবর) এই ঘোষণা দেয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ লাখ ৬০ হাজার ভায়াল রয়েছে এমন একটি ব্যাচে ‘রহস্যজনক উপাদান’ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, উৎপাদক স্থান স্পেন থেকেই দূষিত হয়েছে ভ্যাকসিনগুলো।

অবশ্য, এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দেশটিতে করোনার টিকা বিক্রি-বণ্টনের সাথে জড়িত ‘তাকেদা ফার্মাসিউটিক্যালস’ এর সাথে যৌথভাবে বিষয়টির তদন্ত করছে মডার্না। জরুরি সতর্কতা হিসেবে তিন ব্যাচ ভ্যাকসিন পাঠানো স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি।

জাপানের গণমাধ্যম বলছে, সাতটি ভ্যাকসিন সেন্টারের ৩৯টি ভায়ালে শনাক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত উপাদানটি।

Share this post

scroll to top