চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফলিমারির বিলে ৩৩ পরিবহনে ডাকাতির ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এ.এইচ.এম আব্দুর রকিব।
গ্রেপ্তার তিন ডাকাত হলেন— শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের বালিয়াদিঘি মধ্যবাজার এলাকার রেজাউল করিম (৪০), আনারুল ইসলাম (৪৫), তাজেল আলী (৩৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২৩ আগস্ট সন্ধ্যায় ভোলাহাটে সোনাজল এলাকায় ডাকাতির ঘটনায় পুলিশ তদন্তে নামে। নতুন আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ভোলাহাট থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কিছু লুণ্ঠিত মালামালসহ সাড়ে ১৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ভোলাহাটের ডাকাতির ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন একজন গাড়ি চালক। মামলা নম্বর ০৬/৬০। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছেন।