কুমিল্লায় দ্রুতিগামী একটি ড্রামট্রাকচাপায় অটোরিকশাযাত্রী দুই নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-ফেনী সড়কের গোয়ালমথন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর দক্ষিণ উপজেলার কমলপুর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী তসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)।
সদর দক্ষিণ থানার এসআই মো. সোহেল বলেন, অটেরিকশাটি যাত্রী নিয়ে কুমিল্লা নগরীর দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালমথন এলাকায় কুমিল্লামুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে ফেনীমুখী একটি ডামট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তসলিমা ও মমতা প্রাণ হারান।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।