করোনা : ময়মনসিংহে আরও ৭জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ৭ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৩ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ১৯১ জন ও আইসিইউতে ভর্তি আছেন ১২জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে মোট ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের মাসকান্দার জাহাঙ্গীর (৫৮), তারাকান্দার রওশন আরা (৫০) , ত্রিশালের আমেনা খাতুন (৭০) এবং জামালপুর সদরের গোপালপুর এলাকার রাবেয়া (৬৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের গৌরীপুরের আব্দুর রহমান (৬৫), ফুলপুরের ওসমান আলী (৬৫), জামালপুর সদরের আজিজুল হক (৫৫)।

বুধবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৫৭২ টি নমুনা পরীক্ষার মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৮৯ জন ও আরটিপিসিআর টেস্টে ৯৯জনসহ মোট ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ৬৪জন, নান্দাইলে ৩জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ৪জন, ফুলপুরে ৩জন, তারাকান্দায় ১জন, হালুয়াঘাটে ৩জন, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ৯জন, ফুলবাড়িয়ায় ১০ জন, ত্রিশালে ৭জন ও ভালুকায় ৬জন ও গফরগাঁওয়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় মারা গেছেন আরও ৩জনসহ মোট মারা গেছেন ২৬১জন।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২০৬৬৫ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১৭৪৯৬জন। বাকি ৩১৬৯জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

Share this post

scroll to top