ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১০ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৬ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের আবু আলি (৮৭) , ভালুকার আবুল কাসেম (৮০), গফরগাঁওয়ের আমেনা বেগম (৯০) এবং ত্রিশালের আব্দুল মোতালেব (৬৫)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের নাসরিন (৩০), ত্রিশালের মজিদা খাতুন (৭০), ভালুকার সালমা (৭০), হালুয়াঘাটের আব্দুর রহমান (৭২), মুক্তাগাছার আনোয়ারা বেগম (৫০) এবং জামালপুরের ইন্তাজ আলি (৭৫)।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ১৯৮ জন, আইসিইউতে ভর্তি আছেন ১১জন।
মঙ্গলবার রাতে ময়মনসিংহের সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ৬৫জন, নান্দাইলে ৬জন, ঈশ্বরগঞ্জে ১৮জন, গৌরীপুরে ২জন, ফুলপুরে ৭জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ২জন, ধোবাউড়ায় ৫জন, মুক্তাগাছায় ২জন, ফুলবাড়িয়ায় ৪ জন, ত্রিশালে ৪জন ও ভালুকায় ৫জন ও গফরগাঁওয়ে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় আরও ৩জন মারা যাওয়ায় জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬১জন।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২০৫৫০ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১৭৪৮১জন এবং ৩০৬৯জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।