জামালপুরে রেলের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জামালপুর রেল জংশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন জামালপুর পৌরসভার সাহাপুর (ফকিরবাড়ি) এলাকার আরব আলীর ছেলে লিটন মিয়া (৪০) ও তার সহযোগী সুমন মিয়া (৩৫)। বিকালে র্যাব-১৪ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা দীর্ঘদিন ধরে জামালপুর রেল জংশন এলাকায় টিকিট কালোবাজারি করছিল। গোপন সংবাদে র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেয়া হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে লিটন মিয়াকে দুই মাস ও সুমন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।