প্রথম করোনা টিকা হিসেবে পূর্ণ অনুমোদন পেল ফাইজার

বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে যুক্তরাষ্ট্রে পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা।

স্থানীয় সময় সোমবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ এই অনুমোদনের কথা জানিয়েছে। খবর: সিএনএন।

এতদিন এই টিকা শুধু জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি ছিল। তবে করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ফাইজারের টিকার কার্যকারিতার প্রমাণ মিললে এই স্থায়ী ছাড়পত্র দেওয়া হয়।

এফডিএ কমিশনার জেনেট উডকক বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক।’

এর ফলে আমেরিকান নাগরিকরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলেও দাবি করেন তিনি।

এই কর্মকর্তা বলেন, মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ফাইজার পূর্ণ অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখন নির্দ্বিধায় টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ষষ্ঠ দেশ হিসেবে ফাইজারের টিকা ছাড়পত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল এই টিকা।

Share this post

scroll to top