শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে ময়মনসিংহে প্রতিবাদি ক্লাশ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সরূপ রাস্তায় বসে প্রতিকী ক্লাস করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় ক্লাস নেন মুকুল নিকেতন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোতাহার হোসেন।

কর্মসুচীতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নকীব।

এসময় বক্তারা অবিলম্বে বিশেষ ব্যবস্থায় শিক্ষর্থীদের টীকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

Share this post

scroll to top