মহামারি করোনাভাইরাসের কারণে কয়েক দফা পেছানোর পর ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জেএফএ (জাপান ফুটবল অ্যাসোসিয়েশন) কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২১ এর চূড়ান্তপর্ব। যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এমনই সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এর আগে ৮টি দল নিয়ে ২০ মে থেকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল চূড়ান্তপর্ব। কিন্তু মে মাসের লকডাউনের কারণে সেটি পিছিয়ে ৩০ মে থেকে শুরু হওয়ার সূচি নির্ধারিত হয়। এরপর আরও এক দফা পিছিয়ে ১৫ জুন মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু সেটিও হয়নি। চূড়ান্তপর্বের নতুন দিন-তারিখ নির্ধারণ করা হয় ১০ জুলাই। কিন্তু লকডাউনের কারণে সেটিও হয়নি। অবশেষে ১ সেপ্টেম্বর জেএফএ কাপের চূড়ান্তপর্ব মাঠে গড়ানোর সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সূচি অনুযায়ী ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হবে চূড়ান্তপর্বেও ম্যাচগুলো। ১ সেপ্টেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে ময়মনসিংহ ও কক্সবাজার জেলা। আর বিকেল ৪টায় অপর ম্যাচে লড়বে পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্রুপপর্বের ম্যাচগুলো। ৭ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। একদিন বিরতি দিয়ে ৯ সেপ্টেম্বর হবে ফাইনাল।
চূড়ান্তপর্বের ‘এ’ গ্রুপে আছে ময়মনসিংহ, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার। আর ‘বি’ গ্রুপে আছে রাজশাহী, মাগুরা, খুলনা ও ফরিদপুর। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল লড়বে। সেখান থেকে দুটি দল লড়বে ফাইনালে।
জেএফএ কাপের চূড়ান্তপর্বের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি (চ্যাম্পিয়ন ৫০ হাজার ও রানার্স-আপ ২৫ হাজার) দেওয়া হবে। এ ছাড়া ফেয়ার প্লে ট্রফি, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ট্রফি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ট্রফি, সেরা উদীয়মান খেলোয়াড়কে ট্রফি ও সেরা আঞ্চলিক ভেন্যুকে ক্রেস্ট দেওয়া হবে।