করোনায় লক্ষীপুরে কাউন্সিলরের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে লক্ষীপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রায়হান (৪৭) মারা গেছেন। শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এর আগে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রায়হান লক্ষীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন পূর্বে তিনি, স্ত্রী ও সন্তানসহ রায়হান করোনা আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্যরা সুস্থ হয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় ১০ দিন আগে তাকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ফুসফুসের ৮৫ শতাংশ ক্ষতিগ্রন্থ হয় বলে জানা গেছে। শনিবার সকাল ৯ টার দিকে তার মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে। দুপুরে শহরের মটকা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে

লক্ষীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, রায়হান খুব ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের খুব কাছের ছিলেন। তার মৃত্যু দুঃখজনক।

বাদ যোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে পৌরসভার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

Share this post

scroll to top