ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নবনির্মিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুটি হলের কাজ সম্পন্ন হলেও চালু করার আশ্বাসে কেটে গেলো প্রায় ৪ বছর। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে হল দুটি চালু করার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তবে ৪২ মাস অতিক্রান্ত হলেও বাস্তবে দেখা যায়নি কোনো অগ্রগতি।
বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। বিপরীতে হল রয়েছে ২টি (অগ্নি-বীণা, দোলন-চাঁপা) যেখানে আসন সংখ্যার পরিমাণ ৪ শত ২৮ টি। নির্মাণকাজ সম্পন্ন হওয়া নতুন হলের আসন সংখ্যা প্রায় ৫০০০। হল দুটি চালু হলে শতকরা ৮০ভাগ শিক্ষার্থীর আবাসন সমস্যার সমাধান হবে বলেও জানা গেছে৷ তবে হল চালুর বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও কথা রাখতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে আবাসন সংকট নিরসন চেয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। প্রতিবারই উপাচার্যের আশ্বাস পেয়ে আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘প্রায় ৪ বছর ধরে হল চালুর আশ্বাস দিয়ে আসলেও বস্তুত তা বায়বীয় আলাপ মনে হচ্ছে। শিক্ষার্থীরা বাইরের বিভিন্ন মেসে থাকছে এবং অনেক শিক্ষার্থী ময়মনসিংহ শহরে অবস্থান করছে যা শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। যার বাস্তব প্রমাণ হলো গত বছর আমাদের বন্ধু তৌহিদের নির্মমভাবে খুন হওয়া। আমরা অনতিবিলম্বে আমাদের নতুন হল দুটি চালু দেখতে চাই নয়তো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
হল চালুর বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর বলেন, ‘করোনা মহামারীর কারনে সবকিছুই বন্ধ আছে। হল গুলোর বিভিন্ন সেক্টরে জনবল নিয়োগের চেষ্টা চলছে। সরকারি ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার পরপরই নতুন হল দুটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’