আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুন নাহার লাকী।

তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল তার ছোট বোন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকারকে জড়িয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারকারিদের বিচার চেয়ে স্বপ্না খন্দকার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে অনলাইন এক্টিভিস্ট সঞ্জীব ইসলাম, জসীমা কোহিনূর ও উৎপল কর নামে তিনজনকে দায়ী করা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Share this post

scroll to top