ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও কিশোর ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে সদরের সিরতা ভাটিয়াপাড়া এলাকার ফিশারিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সিরতা ভাটিয়াপাড়া এলাকার আব্দুল মজিদ সরকার (৫৫) ও তার ছেলে মাহমুদুল হাসান (১২)।
কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরতা ভাটিয়াপাড়া এলাকায় নূর মোহাম্মদের ফিশারিজে কাজ করতেন মজিদ। অন্যান্য দিনের মতো সন্ধ্যায় ছেলেকে নিয়ে কাজে যান তিনি। রাতে ফিশারিজে বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে যান মজিদ। এরপর বাবাকে বাঁচাতে গিয়ে একইসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলেও। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।