ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৩ জনের মধ্যে ৫জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন আরও ৪জন। এনিয়ে জেলায় মোট মারা গেছেন ২৪৫জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের মিম (১৭) ও বিধু ভুসান (৭০), গফরগাঁওয়ের আব্দুল বারেক (৭৫), নেত্রকোনার শামিমা রুমান (৪৭) ও রঞ্জিত রায় চৌধুরী (৭১)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের সালাম (৫০) ও তাহের উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাক (৭৫), গৌরীপুরের নজরুল ইসলাম (৭০), নেত্রকোনা সদরের ফুল মিঞা (৭০), পূর্বধলার ইসলাম উদ্দিন (৬৫), জামালপুরের বকশিগঞ্জের জোবেদা (৬৫) এবং কিশোরগঞ্জের রানা পাল (৫৫)।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ২৬৯ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৭৯২ টি নমুনা টেস্টের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৬ জন ও আরটিপিসিআর টেস্টে ৬৪জনসহ মোট ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ৪৭জন, নান্দাইলে ৩জন, ঈশ্বরগঞ্জে ১জন, গৌরীপুরে ০জন, ফুলপুরে ৫জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ৩জন, মুক্তাগাছায় ৭জন, ফুলবাড়িয়ায় ৩ জন, ত্রিশালে ২জন ও ভালুকায় ২৫জন ও গফরগাঁওয়ে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯৯২০ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১৫৯৩৮জন। বাকি ৩৯৮২জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।