তালেবানের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারত অত্যন্ত সতর্কভাবে আফগানিস্তানের অবস্থা পর্যবেক্ষণ করছে। দেশটি এখন কাবুলে আটকে পড়া নাগরিকদের কীভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে জোর দিচ্ছে।

নিউইয়র্কে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

সাংবাদিকরা ভারতের এই পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন- তালেবানের সঙ্গে দিল্লি যোগাযোগ শুরু করেছে কী না? এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেন, এই মুহূর্তে আমরা কাবুলের পরিস্থিতির দিকে নজর রাখছি। যেহেতু তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তাই আমাদের তাদের সঙ্গে কথা বলতে হবে। তবে আফগানিস্তানের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, সবার (অন্য দেশের) মতো আমরাও আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের প্রধান লক্ষ সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষার দিকে নজর রাখা ও ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা।

আফগানিস্তান তালেবানের কব্জায় যাওয়ায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সব থেকে বেকায়দায় পড়েছে ভারত। তালেবান কাবুল দখলের আগে ভারত বলেছিল- জোরপূর্বক দখল করলে তারা তালেবানকে স্বীকৃতি দেবে না। কিন্তু ভারত সরকারের এই অবস্থান বদলের আহ্বান জানিয়েছে তালেবান।

গত সোমবার থেকে আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। কিন্তু এখনও অনেকে আটকে রয়েছেন সেখানে। তাদের কীভাবে বের করা যায় সেই চেষ্টা করছে দিল্লি।

Share this post

scroll to top