ময়মনসিংহের করোনা ইউনিটে মৃত্যু কমে ৭জন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ৭ জনের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন আরও ১জন।  এনিয়ে জেলায় মোট মারা গেছেন ২৪১জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-
ময়মনসিংহের ত্রিশালের মনিরউদ্দিন (৯১), গৌরীপুরের খোদেজা (৭৫) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের শহিদুল্লাহ (৫৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের নান্দাইলের মদিনা (২০) ও রুবিয়া (৬৪), গৌরীপুরের সুনীল পত্র নরীশ (৭৬) এবং নেত্রকোনার পলাশ সরকার (৫৫)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ২৮৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।

বুধবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৯৬৭ টি নমুনা টেস্টের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৬৬ জন ও আরটিপিসিআর টেস্টে ১২১জনসহ মোট ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ৯৭জন, নান্দাইলে ২জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ৮জন, ফুলপুরে ১০জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ২জন, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ৭জন, ফুলবাড়িয়ায় ৫জন, ত্রিশালে ১৫জন ও ভালুকায় ২৮জন ও গফরগাঁওয়ে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯৬২৩ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১৫০০৩জন। বাকি ৪৬২০জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

Share this post