ময়মনসিংহের সবচেয়ে প্রবীণ ১১২ বছর বয়সী ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইয়াকুব আলী শেখ আর নেই।
সোমবার রাতে ত্রিশাল উপজেলার কাঁঠাল তেতুলিয়াপাড়া গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার কাঠাঁল স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক তাঁর মরদেহ কবরস্থানে দাফন করা হয়। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র কাউন্সিলর, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র যুগ্ম-সম্পাদক, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরের নানা। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।#