হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ নিখোঁজ থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হাইতির স্থানীয় সময় গত শনিবার সকালে (১৪ আগস্ট) এই ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ২।

হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি তাদের হালনাগাদকৃত তথ্যে জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৯৪১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া অসংখ্য নিখোঁজের পাশাপাশি আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি।
হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধর্মীয় উপাসনালয় ও হোটেল রয়েছে।

Share this post

scroll to top