লক্ষীপুর সদর উপজেলার জকসিন বাজার থেকে ৩ কেজী গাঁজাসহ আবদুল মমিন (৫০) নাকে একজনকে আটক করেছে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে (১৭ আগষ্ঠ) মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে তাকে আটক করা হয়। সে একই উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র।
এ ব্যাপারে শহর পুলিশ ফাঁড়ির এস আই মুহাম্মদ কাওসারুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জকসিন বাজার থেকে ৩ কেজী গাঁজাসহ আবদুল মমিন কে আটক করা হয়।
পরে এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার পর আটককৃতকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।