সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের

আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। সম্পূর্ণ আস্থার সাথে তাদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবানের বিবৃতি উদ্ধৃত করে এএফপি এ খবর জানায়।

তালেবানের বিবৃতিতে জানানো হয়, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে…সুতরাং আপনারা সম্পূর্ণ আস্থার সাথে নিয়মিত জীবনযাত্রা শুরু করতে পারেন।’

যারা সাবেক সরকার বা পশ্চিমা সংস্থাগুলোর সাথে কাজ করেছে, যেমন যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য যারা অনুবাদক হিসাবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হতে পারে, আফগানিস্তানে ছড়িয়ে পড়া এমন ভীতির মধ্যে তালেবানের এই ঘোষণা এলো।

নিষ্ঠুর শাস্তি দেয়ার জন্য তালেবানের পরিচিতি আছে, যার অনেকগুলো যুদ্ধাপরাধের মধ্যেও পড়ে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে তালেবান।

সূত্র : বিবিসি

Share this post

scroll to top