র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ঢাকার কেরানীগঞ্জে দুই যুবক নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ২৮ ও ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে না পারলেও র্যাব বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য ছিলেন।
র্যাব জানিয়েছে, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় ডাকাত দলের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। পরে আহত দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ভোরে র্যাব-১০ এর একটি টহল দল ঝিলমিল এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় টহলদলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তল্লাশি করে ঘটনাস্থল থেকে দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।’
ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশি অস্ত্র পাওয়া যায় বলে জানান মঈন।