কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ছেলে সেজান (২০) খুন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের বইল্ল্যাপাড়া অগ্মমেধা বৌদ্ধ বিহার কম্পাউডে এ খুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহের, রাজু, শাহীন, অভিসহ চিহ্নিত কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুনের শিকার সেজান ও খুনিরা একই দলের কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তবে সম্প্রতি মাদকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের সঙ্গে নিহত সেজানের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মা জানান, তিনি তার ছেলে সেজানকে নিয়ে শহরের জাদিরাম পাহাড় এলাকায় বসবাস করেন। সোমবার সকালে সেজানকে কয়েকজন কিশোর বাড়ি থেকে নিয়ে যায়। এর আগের রাতে খুনিদের সঙ্গে তার ছেলে সেজানের তর্ক হয়েছিল বলে সেজানের মা জানান। এরপর তিনি বেলা ১২টার দিকে তার ছেলে সেজানকে খুন করার খবর পান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, তর্কের জেরে বন্ধুরা সেজানকে ছুরিকাঘাতে খুন করেছে। ঠিক কি কারণে খুন করা হয়েছে তা তদন্ত শেষ না করে এখনি বলা মুশকিল। তবে খুনের সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।