কোভিড-১৯ আক্রান্ত এবং যেকোন মুমূর্ষ রোগীর জরুরি সেবা নিশ্চিত করতে ‘হ্যালো ছাত্রলীগ’ নামে ফ্রি এম্বুল্যান্স সার্ভিস চালু করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ।
জানা যায়, সমাজের সম্পদশালী মানুষগুলো নিজেদের সেবা নিশ্চিত করলেও আর্থিক সংকটাপন্ন মুমূর্ষু রোগীরা যেন ভোগান্তিতে না পড়ে সেজন্যই এমন মানবিক উদ্যোগ নিয়েছে মেডিকেল কলেজ ছাত্রলীগ। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক শামীম সি.আই.পির পৃষ্ঠপোষকতায় ‘হ্যালো ছাত্রলীগ’ নামে ফ্রি এম্বুল্যান্স সার্ভিস চালু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে কলেজ শাখার সভাপতি অনুপম সাহা ময়মনসিংহ লাইভকে বলেন, গরীব অসহায় মুমূর্ষু কোনো রোগী আর্থিক সংকটের অভাবে সু-চিকিৎসা ও এম্বুল্যােন্স সেবা থেকে যেন বঞ্চিত না হয় সেজন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। যেকোন সময় ছাত্রলীগের ফ্রি এম্বুল্যান্স সেবা পেতে হলে ০১৭৯৭৫৬৯১২৩ এবং ০১৮৩৫৪৭৪৪১৯ নাম্বারে যোগাযোগ করতে হবে।