শোকদিবসে মহানগর যুবলীগ নেতার আয়োজনে দোয়া মাহফিল ও গণভোজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে করোনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে নগরীর কলেজরোড এলাকায় ময়মনসিংহ মহানগর যুবলীগের জনপ্রিয় ও মেধাবী সাবেক ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ কিতাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মণন্ত্রালয়ের প্রতিমন্ত্রী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা শরীফ আহম্মেদের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানতে চাইলে যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ কিতাব বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মানবিক যুবলীগের পক্ষে সকল ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

Share this post

scroll to top