ময়মনসিংহে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ময়মনসিংহে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা উত্তর বিএনপি। এ সময় করোনায় নিহত নেতাকর্মী ও দেশবাসীর জন্য মোনাজাত করেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১৬ আগষ্ট) বাদ আছর নগরীর সিকে ঘোষ রোড এলাকায় উত্তর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

এসময় জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান লিটন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম, একেএম মাসুদুল আলম, নাদিম সারোয়ার টিটু, যুগ্ম সাধারন সম্পাদক নূরুজ্জামান সোহেল, আনারুল ইসলাম, মোফাজ্জল হোসেন, জেলা উত্তর ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা সুলতান মাহমুদ, জেলা যুবদল নেতা আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top