লক্ষীপুরে অনলাইনে প্রতারণা মাধ্যমে অর্থ আদায়ের ঘটনায় আটক ২

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সুধারাম থানার মাইজদী বাজারের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে অনলাইনে প্রতারণা করে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ফয়সাল মাহমুদ (২৪) ও মো: সবুজ (২৬) কে রোববার বিকেলে আটক করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো: শামীম হোসেন সাংবাদিকদের বলেন, ফয়সাল ও সবুজ পরষ্পর যোগসাজসে বিভিন্ন পরিচয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ দ্বারা বিভিন্ন গ্রæপ তৈরি করে ডিজিটাল প্রতারণা করতঃ ই- ট্রানজেকশন এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে বলে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে সুধারাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করার পর পুলিশের সহযোগীতায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top