ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর জীবন রক্ষার্থে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৫০০ পালস অক্সিমিটার প্রদান করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
সোমবার দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গাঁলিভ খান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।