আফগানিস্তানে যুদ্ধ শেষ, তালেবানের ঘোষণা

আফগানিস্তানে যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ত্যাগের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার দেশত্যাগ করেন।

ঘানি বলেছেন, রক্তপাত এড়াতে তার হাতে আর কোনো বিকল্প ছিল না।

রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, লাখো মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ‘সংঘাত এড়ানোর জন্যই’ আমি কাবুল ছেড়েছি।

কাবুলে তালেবান ঢোকার পর শহরে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। দেশ ছাড়তে মরিয়া শত শত আফগানও কাবুল বিমানবন্দরে এসে ভিড় করেছেন।

এমন পরিস্থিতিতে তালেবানের রাজনৈতিক শাখার মুখপাত্র মোহাম্মদ নাইম আলজাজিরাকে বলেন, তালেবান বিচ্ছিন্ন হয়ে থাকতে চায় না। আফগানিস্তানের নতুন সরকার কেমন হবে তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

তালেবানের এ মুখপাত্র শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ, আমাদের দেশে যুদ্ধ শেষ।’

মোহাম্মদ নাইম আরও বলেন, আমরা সেই জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি, যেখানে আমরা পৌঁছাতে চেয়েছিলাম; আমরা দেশের ও নাগরিকদের স্বাধীনতা চেয়েছিলাম। অন্যের ওপর আক্রমণ করার জন্য আমরা আমাদের ভূমি কাউকেই ব্যবহার করতে দেব না এবং আমরা অন্যের ক্ষতি করতে চাই না।

Share this post

scroll to top