ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৩ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ গফরগাঁওয়ের সিরাজ মিয়া (৫৫), শিরিনা (৫০), ভালুকার মো. আমির আলী (৭০), নেত্রকোনার কেন্দুয়ার মো. জান্নাত আলী (৯০)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ধোবাউড়ার আয়েশা খাতুন (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁওয়ের নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রতন মিয়া (৫০), রেনু আক্তার (৩৫), জামালপুর সদরের মরিয়ম (৬৫) ও টাঙ্গাইল ঘাটাইলের শুকুর মাহমুদ (৮০)।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৬৩ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।