ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ছাড়াল

মহামারী করোনাভাইরাসের মতো দেশে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৯৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১৮৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।

এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে রোগী ভর্তি হয়েছেন ৮৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৫ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে-

  • প্রচণ্ড জ্বর
  • তীব্র মাথাব্যথা
  • বমি
  • শরীরে র‍্যাশ ওঠা
  • মাংসপেশীতে ব্যথা
  • চোখের পেছনে ব্যথা

ডেঙ্গু প্রতিরোধে করণীয়-

  • মশার প্রজনন স্থল ধ্বংস করা।
  • ঘর ও আশপাশের যেকোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করা যাতে এডিস মশার লাভা বিস্তার না করতে পারে।
  • ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের মালা, কনটেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদি প্রতিনিয়ত পরিষ্কার করা; যাতে এডিস মশা বিস্তার না করতে পারে।
  • রাতে বা দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা।
  • স্বাস্থ্যকর পরিবেশ স্থাপন করা।
  • মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহার করা।
  • জানালায় মশা প্রতিরোধক নেট ব্যবহার করা।

 


Share this post

scroll to top