ময়মনসিংহে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ অর্পন, গণভোজসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।

রোববার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করেন মনিরা সুলতানা মনি এমপি, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগ, ময়মনসিংহ প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এদিকে পুলিশ লাইন্সের ‘চেতনা অম্লান’এ পুলিশ প্রশাসন ও পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া আলোচনা সভা, রচনা, কবিতা, দেশাত্ববোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ ও উপসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্ননমানের খাবার পরিবেশন এবং নগরীর অলিগলিতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে।

Share this post

scroll to top