আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদ দখল করে নিয়েছে তালেবান। রোববার সকালে শহরটি দখলের মধ্য দিয়ে কাবুল ছাড়া তালেবানের হাতে আফগানিস্তানের বাকি সব প্রধান শহরের নিয়ন্ত্রণ এলো।
এর আগে শনিবার আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের মাজার-ই-শরিফসহ পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজ, পাকতিকা প্রদেশের শারানা ও কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ দখল করে নেয় তালেবান। জালালাবাদ দখলের মাধ্যমে আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের ২৩টির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।
জালালাবাদের গভর্নরের দফতরে নিজেদের অবস্থানের ছবি অনলাইনে পোস্ট করেছে তালেবান।
অপরদিকে স্থানীয় বাসিন্দারাও সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবানের জালালাবাদের নিয়ন্ত্রণ নেয়ার তথ্য নিশ্চিত করেছে।
আহমদ ওয়ালি নামের এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘সকালে ঘুম থেকে আমরা উঠে পুরো শহরে তালেবানের সাদা পতাকা দেখছি। কোনো প্রকার যুদ্ধ ছাড়াই তারা প্রবেশ করেছে।’
জালালাবাদের এক আফগান সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে বলা হয়, প্রদেশের গভর্নর তালেবানের কাছে আত্মসমর্পণ করায় কোনো সংঘর্ষ ছাড়াই জালালাবাদ আফগান সরকারের হাতছাড়া হয়।
তিনি বলেন, ‘তালেবানকে যাতায়াতের রাস্তা করে দেয়ার মধ্যেই একমাত্র বেসামরিক জনসাধারণের জীবন বাঁচানো সম্ভব ছিলো।’
জালালাবাদ তালেবানের দখলে যাওয়ায় পূর্ব দিক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাবুল।
গত ৬ আগস্ট থেকে রোববার সকাল পর্যন্ত আফগানিস্তানের ২৩টি প্রদেশের প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের কাছে হারায় আফগান সরকার। এর মাধ্যমে দেশটির দুই-তৃতীয়াংশ প্রদেশের ওপরই তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের মধ্য দিয়ে ৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরে ৭ আগস্ট উত্তরের জাওযজান প্রদেশের রাজধানী শেবেরগানের দখল নেয় তারা।
৮ আগস্ট এক দিনে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুলের রাজধানী সার-ই-পুল ও তাখার প্রদেশের রাজধানী তালোকানের দখল নেয় তালেবান যোদ্ধারা।
৯ আগস্ট উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের আইবাক তালেবান দখল করে নেয়।
১০ আগস্ট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ, উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-খুমরি ও বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদ তালেবানের দখলে যায়।
এক দিন বাদ দিয়ে ১২ আগস্ট একসাথে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের রাজধানী গজনি, আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের রাজধানী হেরাত ও দ্বিতীয় বৃহত্তম দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের রাজধানী কান্দাহার দখল করে নেয় তালেবান।
শুক্রবার একসাথে ছয় প্রাদেশিক রাজধানী- দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহ, মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ফিরোজ কোহ, পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বালা-ই-নও, পূর্বাঞ্চলীয় লগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম, মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশের তিরিনকোট ও দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের কালাত শহর তালেবান যোদ্ধারা দখল করে।
সূত্র : আলজাজিরা