জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কলঙ্কের কালো দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে এ হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আবদুল জলিল, অরুণা বিশ্বাস, অরুণ সরকার রানা প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি নয়, সারা বিশ্বের নিপীড়িত-শোষিত মানুষের পক্ষে আজীবন লড়াই-সংগ্রাম করেছেন। মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার ছিলেন। সাধারণ মানুষ ছিল তার সবচেয়ে আপনজন। শেখ হাসিনার ধমনিতেও বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। তিনিও জানেন, কীভাবে মানুষকে আপন করে নিতে হয়।’

Share this post

scroll to top