নৌকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ইঞ্জিনচালিত নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মারিয়া আক্তার (১৪)। সে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের মেহেদী আলম চাঁন মিয়ার মেয়ে। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সে।

জানা গেছে, বুধবার (১১ আগস্ট) উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের ৮০-৯০ জন মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে গাজীপুরের কালিয়াকৈর মখশবিল এলাকায় পিকনিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে কালিয়াকৈর বংশাই নদী এলাকায় পৌঁছালে নৌকায় থাকা জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারিয়ার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ তালুকদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সিফাত মিয়া (৬) ও সানোয়ার হোসেনের মেয়ে সামিয়া আক্তার (৫)।

ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন বলেন, ‘ওই দুই শিশু মিলে মাঝেমধ্যেই বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যেত। আজও তারা বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে তাদের খুঁজে না পাওয়া গেলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে ওই পুকুরে জাল ফেলে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।’

Share this post

scroll to top