ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ১৫ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৫ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন আরও ১০জন।  এনিয়ে জেলায় মোট মারা গেছেন ২০৬জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের বড়বিলা এলাকার জরিনা (৩৫), ফেরদৌস আলম (৩৫) ও শম্ভুগঞ্জের আব্দুল কুদ্দুস (৮০), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোনা রইসুদ্দিন (৬৫) এবং টাংগাইলের খুকী বেগম (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আকুয়া এলাকার মিতু (১৫), রোজিনা খাতুন (৬৫), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০) ও লুতফা (৫০) এবং নেত্রকোনার কেন্দুয়ার নার্গিস (৫০)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪১১ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।

সোমবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ১০৬২ টি নমুনা টেস্টের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৮৯ জন ও আরটিপিসিআর টেস্টে ৯৯জনসহ মোট ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ১১০জন, নান্দাইলে ২জন, ঈশ্বরগঞ্জে ৬জন, গৌরীপুরে ৪জন, ফুলপুরে ১৩জন, তারাকান্দায় ৫জন, হালুয়াঘাটে ৪জন, ধোবাউড়ায় ০জন, মুক্তাগাছায় ৮জন, ফুলবাড়িয়ায় ৪ জন, ত্রিশালে ১৫জন ও ভালুকায় ৮জন ও গফরগাঁওয়ে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৭৮৫০ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১২৯৫০জন। বাকি ৪৯০০জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

Share this post

scroll to top