লক্ষীপুরে ইউপি চেয়ারম্যানের পুত্র ইয়াবাসহ আটক

লক্ষীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ জালাল কিসমতের ছেলে ইফতিকে আটক করা হয়েছে।

রবিবার রাতে লক্ষীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রাম থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ।

দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শাহজাহান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি

চালিয়ে তার কাছে থাকা ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।

লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ইয়াবাসহ আটক যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Share this post

scroll to top