প্রেমিক অন্য জায়গায় বিয়ে করায় প্রেমিকার আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়িতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য জায়গায় বিয়ে করায় মমতা মিতু (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যার করেছেন বলে জানা গেছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মিতুর আত্মহত্যার চিরকুটটি ময়মনসিংহলাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘আমি মমতা মিতু। আমি রাজুকে খুব ভাল বাসি। রাজুর জন্য আত্মহত্যা করলাম। কারণ আমি ও রাজু দুজনেই দুজনকে খুব ভাল বাসতাম। কিন্তু রাজুর মা-বাবা আমাদের সর্ম্পকটা মানতে চান না। তাই রাজুর বিয়ে দিয়েছে। আজ ওর বৌ-ভাত,আমি এটা মানতে পারছিনা। তাই আমি এই পৃথিবী ছাড়লাম। কিন্তু এই শাস্তি আমি একাই ভোগ করছি না। আমি চাই আমাদের এই সর্ম্পকটার মাঝে যারা বাঁধা ছিল,তারা যেন আইনি শাস্তি পায়। ইতি মিতু—।’

জানা যায়, প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র বিয়ে করায় ক্ষোভে, দুঃখে ও অপমানে চিরকুট লিখে ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন দশম শ্রেণীর শিক্ষার্থী মিতু। তিনি শিমুলবাড়ী গ্রামের মৃত আমান উদ্দিনের মেয়ে এবং শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার দলিল লেখক মকু মিয়ার অনার্স পড়ুয়া ছেলে রাজু মিয়ার (২২) সাথে প্রেমের সম্পর্ক ছিল মিতুর। একপর্যায়ে গত ৩০ জুলাই মমতার ঘরে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে পরিবারের লোকজন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে রাজুকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় রাজুর পরিবার বিয়ের প্রতিশ্রুতি দিলে ধর্ষণের মামলা না দিয়ে সন্দেহজনক আটক মামলায় রাজুকে জেলহাজতে পাঠানো হয়। এক দিন পর জামিনে বেরিয়ে এসে মমতাকে বিয়ে করার কথা থাকলেও গত শনিবার অন্যত্র বিয়ে করেন রাজু। রোববার খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মমতা। এ সময় তার লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পরিবারের লোকজন।

16
মিতুর লাশের পাশে পাওয়া চিরকুট।

মমতার খালা খালা রুজিনা খাতুন ও মামা মমিনুল ইসলাম জানান, রাজুর সাথে মমতার প্রেমের সম্পর্ক এলাকাবাসীসহ থানা-পুলিশও জানে। কয়েক দিন আগে রাজু মমতার সাথে দেখা করতে এলে ঘরের ভেতর একসাথে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। পরে পুলিশ এসে রাজুকে থানায় নিয়ে যান। বিয়ের প্রতিশ্রুতি দিলে আমরা ধর্ষণ মামলা করিনি। পরে পুলিশ সন্দেহজনক মামলা দিয়ে তাকে কোর্টে চালান দেয়। জামিনে বেরিয়ে এসে মমতাকে বিয়ে না করে শনিবার অন্য মেয়েকে বিয়ে করেছে। রাজুর বিয়ের খবর শুনে আজ আমার ভাগনী আত্মহত্যা করেছে। আমরা প্রতারক রাজুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Share this post

scroll to top